ইভিএম নিউজ ব্যুরো, ২০ জুলাইঃ (Latest News) এবার মণিপুরে অশান্তির তথ্য অনুসন্ধান করবার জন্য তৃণমূলের পাঠানো পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মতে, তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল। পশ্চিমবঙ্গের বাইরে এই দলের গ্রহণযোগ্যতা এবং ক্ষমতা কোনটাই নেই। বুধবার তৃণমূলকে বামেদের শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ফরওয়ার্ড ব্লকের রেজিস্ট্রেশন নেম যেমন AIFB, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের রেজিস্টার নেম AITC। তাহলে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তথ্য অনুসন্ধানের পর সেই তথ্য কাকে দেবে? কাকেই বা পাঠাবে?
বিরোধী দলনেতার আরো সংযোজন, যেখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার নিজেই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ, সেখানে মনিপুরে গিয়ে এই সরকারেরই প্রতিনিধিরা পরিস্থিতি কিভাবে রক্ষা করবেন? শুভেন্দুর কথায়, রাজ্যে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এবং ভিন রাজ্যের পুলিশকে দিয়ে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হয়, সেই রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা মনিপুরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কি পরামর্শ দেবেন?
এদিন ভোট হিংসায় শিকার হওয়া মগরাহাটের বিজেপি নেতা মানষ সাহার খুনের ঘটনার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীর বলেন, পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভোট লুটের পাশাপাশি ভোটের দিন ঘোষণা থেকে শুরু করে ফলাফল পর্যন্ত দুষ্কৃতিরা AK-47 এর মত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নৃশংস হত্যা লীলা চালিয়েছে। বিরোধী কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। লাদাক থেকে বায়ু সেনা মারফত স্পেশাল ফোর্স এনেও এই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি।, হিংসা হানাহানি বন্ধ করা যায়নি । মৃত্যুও আটকানো যায়নি। তারাই আবার ভিন রাজ্যে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষার পরামর্শ দেবে। এটা রাজনৈতিক অভিসন্ধি ছাড়া অন্য কিছু নয়। (EVM News)