ইভিএম নিউজ ব্যুরো, ১৯ জুলাইঃ (Latest News) বঙ্গোপসাগরে সন্ধ্যার পর থেকেই শক্তিশালী হবে ঘূর্ণাবর্ত। বিকেল থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। যা বুধবারের মধ্যেই শক্তিশালী রূপ নেবে। ফলে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তর ভারতে তাণ্ডব চালানোর পর এবার বর্ষার খেল শুরু হবে মধ্য ও পূর্ব ভারতে। তার আগেই অবশ্য বঙ্গোপসাগরে ঘনাচ্ছে গভীর ঘূর্ণাবর্ত। খুব শীঘ্রই যা নিম্নচাপের রূপ নেবে। ঘূর্ণিঝড়ের আকার নিয়ে এই নিম্নচাপ তাণ্ডব চালাতে পারে ঝাড়খণ্ড, ওডিশা এবং বাংলায়।
আগামী ২১ জুলাই এটি গভীর নিম্নচাপের আকার ধারণ করবে। এরপর ক্রমশই সেটি মধ্য ভারতের দিকে এগোতে থাকবে।
আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। ১৯ থেকে অর্থাৎ বুধবার থেকে তুমুল বৃষ্টি হবে ওডিশা এবং পশ্চিমবঙ্গে। বৃষ্টিতে ভাসবে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকাগুলি। আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত সর্বাধিক প্রভাব ফেলবে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একেবারে হালকা বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। (EVM News)