ইভিএম নিউজ ব্যুরো, ১৬ জুলাইঃ (Latest News) নিজের কথার জালে আবারো ফাঁসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন ভাবি ফেঁসেছিলেন নিয়োগ দুর্নীতি মামলা ইসুতে। জনসমক্ষে তিনি অভিযোগ করেছিলেন, ইডি সিবিআই কুন্তল ঘোষ ,কুনাল ঘোষ এদেরকে চাপ দিয়ে তার নাম বলানোর চেষ্টা করছে। এরপরই কুন্তল ঘোষ একটি চিঠি লিখে আদালতকে জানায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে পিরিসিআইয়ের তরফ থেকে। আর এই কথাতেই একেবারে নিজের জালেই নিজে ফেঁসে গেলেন অভিষেক। কলকাতা হাইকোর্টে প্রথমে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং পরে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন যে কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করা যাবে। আর এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও এই জিজ্ঞাসাবাদ এড়াতে পারেনি। কুন্তল ঘোষের চিঠি এবং অভিষেকের জনসম্মুখে এই বক্তব্য দুয়ের মধ্যে মিল খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন তিনি এসএসকে এম তিনি যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে সোজাসুজি বিচারপতি রাজশেখর মান্থাকে আক্রমণ করেছেন তা একেবারেই নজিরবিহীন। তিনি একজন সংসদ হয়ে এভাবে বিচারপতির বিরুদ্ধে কটাক্ষ এবং বিচারপতিকে যেভাবে আক্রমণ করলেন তা সংবিধান বিরোধী, এরই পরিপ্রেক্ষিতে এখন বিচারপতি রাজাশেখর মান্থার পাশে এসে দাঁড়ালেন আরো অনেক বিচারপতিরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি সম্পর্কে যে কটুক্তি করেছেন তার ওপর ভিত্তি করে কলকাতা হাইকোর্ট স্বতঃস প্রণোদিত মামলা দায়ের করতে পারে। যদি মামলাটি দায়ের হয় তাহলে একেবারে নিজের জালে জড়িয়ে যেতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশীষ কর জানিয়েছেন কলকাতা হাইকোর্ট এই অপপ্রচার এবং কুৎসার বিরুদ্ধে মামলা দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে শাস্তি দিতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়েছে রাজ্য রাজনীতি বিচারপতি কে এভাবে ভৎসনা করা একেবারেই ভালো চোখে দেখছেন না অন্যান্য বিচারপতিরা তার সঙ্গে আইনজীবীরা এক জোট হয়ে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আদালত সম্পর্কে কোন ব্যক্তি যদি এই ধরনের বক্তব্য করেন বা এই ধরনের সমালোচনা করেন তবে আদালত যদি মনে করে ওই বক্তব্য থেকে এমন কোন কথা উঠে আসছে যার সংবিধান অনুযায়ী (Interference with the Administration of Justice) এই ধরনের ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স হিসাবে গণ্য হবে এবং এই বিষয়ে আদালত করা পদক্ষেপ করতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনেই হোক এবং না জেনেই হোক তিনি যে দুয়ারে বিপদ নিয়ে এসেছেন তা অস্বীকার করা যায় না। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর