ইভিএম নিউজ ব্যুরো, ১৬ জুলাইঃ (Latest News) এবার ভাঙরে পা রাখতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগে আইএসএফ নেতা তথা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে শুভেন্দুর প্রশ্ন, ভাঙরের মানুষ কি তাঁর জন্যে ভাঙরে ঢোকার দরজা খুলে দেবেন? কিন্তু তিনি তো বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় যেভাবে বিভিন্ন জায়গায় গিয়েছেন, ভাঙরেও তো তিনি যেতেই পারেন। এতে সমস্যা কোথায়? পঞ্চায়েত ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ কর্মী নেই রাজ্যে, তাও কেন নয় কেন্দ্রীয় বাহিনী? প্রশ্ন বিরোধীদের
শুভেন্দুর মতে, ব্যক্তি শুভেন্দু অধিকারীর কোন মূল্য নেই। তিনি বিজেপির অন্যতম নেতা। ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে রাজ্যের যে বিভিন্ন প্রান্তে তিনি গিয়েছেন, আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন, এই সমস্ত জায়গায় মানুষ মুক্ত মনে বিজেপির জন্য দরজা খুলে দিয়েছে। কিন্তু ভাঙরের ক্ষেত্রে তা নয়। পঞ্চায়েত নির্বাচনের আগে দলে দলে যোগদান তৃণমূলে
বিরোধী দলনেতার মতে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন দীর্ঘদিন ধরে ভাঙরের মানুষকে, ‘বিজেপি সাম্প্রদায়িক দল’ বলে ভুল বুঝিয়ে রেখেছে, তেমনি আইএসএফ নেতাদের মুখেও বলতে শোনা গিয়েছে, যে বিজেপি সম্প্রদায়িক।
এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ” আমি অকুতভয়। ভাঙরে আক্রান্ত ভাই বোনেদের পাশে দাঁড়াতে আমি প্রস্তুত। কিন্তু দরজা খুলতে হবে ভাঙরের মানুষকেই। ” এদিকে আইএসএফ বিধায়ক নওশাক সিদ্দিকিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভাঙরে স্বাগত জানিয়েছেন। (EVM News)