ইভিএম নিউজ ব্যুরো, ১৪ জুলাইঃ(Latest News) কলকাতা লিগের প্রথম ম্যাচেই দুশ্চিন্তার কালো মেঘ উঁকি দিচ্ছে লাল হলুদ শিবিরে। বৃহস্পতিবার দুপুর। গোটা কিশোর ভারতী স্টেডিয়াম তখন লাল হলুদ পতাকায় মোড়া। সঙ্গে স্লোগান “জয় ইস্টবেঙ্গল”। মরশুমের নতুন দলকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু ৯০ মিনিটের শেষে সেই উন্মাদনাই বদলে গেল বিষাদে।
রেনবোর সঙ্গে ড্র। তার ওপর আবার দলের তরুণ ডিফেন্ডার সার্থক-তন্ময়-নাসিরদের মধ্যে বোঝাপড়ার অভাব স্পষ্ট । নড়বড়ে ডিফেন্স লাইন। সার্থক গলুই, নিয়াজরা তো মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে কোনো বল সাপ্লাইই দিতে পারলেনা। স্বভাবতই বল না পেয়ে কার্যত নিস্প্রভ দেখালো কুশ ছেত্রী, লিসোদের। মরার উপর খাঁড়ার ঘা পড়লো যখন স্টপার অতুল উন্নি কৃষ্ণাণের সঙ্গে সংঘর্ষে গুরুতর চোটপান গোলরক্ষক আদিত্য পাত্র। ম্যাচ চলাকালীনই অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয় এই প্রতিভাবান গোলকিপারকে।
এদিন রেনবোর খেলোয়াড়রা গোলের সুযোগ নষ্ট না করলে ম্যাচের ফলাফল হয়তো ইস্টবেঙ্গলের বিপক্ষেও যেতে পারতো। সব মিলিয়ে লাল হলুদের শুরুটা যে আশানুরুপ হলো না, তা বলাই বাহুল্য।(EVM News)