ইভিএম নিউজ ব্যুরো, ১৪ জুলাইঃ (Latest News) সকাল থেকে মুখ ভার আকাশের। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও, উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। শনিবার থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমবে, সেই সঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।  উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস শনি ও রবিবার। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির গোয়ালিয়ার সাতনা গয়া হয়ে মালদার উপর দিয়ে পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ১৬ জুলাই রবিবার।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে চলতি সপ্তাহেই। যদিও কতটা বৃষ্টিপাত হবে তা নির্ভর করছে পরবর্তী ঘূর্ণাবর্ত কবে তৈরি হচ্ছে তার উপর। পাশাপাশি মৌসুমী অক্ষরেখার অংশ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে নেমে আসায় চলতি সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর