ইভিএম নিউজ ব্যুরো, ১০ জুলাইঃ (Latest News)পঞ্চায়েত ভোট ঘিরে সন্ত্রাসের আবহ গোটা বাংলায়। রক্তে ভাসছে এক জেলা থেকে আর এক জেলা। আর এই পঞ্চায়েত ভোটের আবহেই NIA-এর হাতে গ্রেফতার হলেন বীরভূমের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ।

NIA সূত্রে জানা গিয়েছে, মনোজের অফিসে মজুত ছিল ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর, ৫০ কেজির উপর অ্যামোনিয়াম নাইট্রেট ও প্রচুর জিলেটিন স্টিক। ভোটের আগে কেন তার অফিসে অত বিস্ফোরক মজুত রাখা হয়েছিল, সেই নিয়েই প্রশ্ন ওঠে। এনআইএ-র তলব পেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ শে জুন তাঁর ওই বন্ধ ক্রাশার অফিসে হানা দিয়ে দু’টি ব্যাগ ভর্তি বিস্ফোরক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন NIA আধিকারিকরা। সেই ঘটনাতেই তদন্তের পর এদিন গ্রেফতারি। এরপরেই NIA আধিকারিকরা সোমবার বীরভূমের নলহাটি থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন মনোজ ঘোষকে।। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের এর পরই গ্রেফতার করা হয় তাকে।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর