ইভিএম নিউজ ব্যুরো, ৭ জুলাইঃ (Latest News) দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলির গয়েশপুর এলাকায় নির্মীয়মান ব্রিজের সঙ্গে যুক্ত রাস্তার প্রায় ৩০ ফুট ভেঙে যাওয়ায় সমস্যায় স্থানীয় প্রায় দুই হাজার গ্রামবাসী।
জানা গিয়েছে, কিছুদিন পূর্বে এই ব্রিজের কাজ শুরু হয়েছিল। কিন্তু প্রবল বর্ষণের ফলে বন্ধ হয়ে যায় ব্রিজের কাজ। এর মতো অবস্থায় সাময়িকভাবে মাটি দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু প্রবল বর্ষণের ফলে তা ভেসে চলে যায়। এবং গয়েশপুর গাড়না, বাহাদুরপুর, সিদাইয়ের সঙ্গে সম্পূর্ণরূপে মানিকো ও চক মানিকো ও বাঙ্গালীপুরের এর যোগাযোগের একমাত্র রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায়।
যাতায়াতের অসুবিধা সহ যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এমন পরিস্থিতি এলাকায় তাই জনগণভিতো সন্তুষ্ট । পাশাপাশি কৃষিকাজ সহ একাধিক কাজে সমস্যা হচ্ছে। এমন কি জনগণ পারাপার হতে পারছেন না। এপার থেকে ওপারে সাইকেল ,টোটো, মোটরসাইকেল কিছুই নিয়ে যাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন। (EVM News)