সুকান্ত দাস, ইভিএম নিউজ,২৩ জুনঃ (Latest News) ধ্বংস হয়েছে টাইটান, মৃত ৫ আরোহীই, টাইটানিকের সঙ্গে অদ্ভুত যোগ টাইটানের পাইলটের। সমুদ্রের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে মাত্র ৫০০ মিটার দূরে পড়ে রয়েছে টাইটানের ধ্বংসাবশেষ। টাইটানের আরোহী ৫ জনের সবাই মৃত, এটা নিশ্চিত ভাবেই জানিয়েছে ওশেন গেট কোম্পানি। যদিও এখনও কোনও মৃতদেহ উদ্ধার করা যায়নি। সবচেয়ে চমকপ্রদ ঘটনা হল, টাইটানের মালিক কোম্পানি ওশেনগেটের এক্সিকিউটিভ ওয়েন্ডি রাশ- এর সঙ্গে টাইটানিক জাহাজের একটি অত্যাশ্চর্য সংযোগ রয়েছে। ওয়েন্ডি রাশ হলেন সাবমার্সিবল ডুবোজাহাজ টাইটান- এর পাইলট তথা ওশেনগেটের সিইও স্টকটন রাশের স্ত্রী। অদ্ভুত ব্যাপার হল ওয়েন্ডি রাশ হলেন ইসিডোর স্ট্রস এবং তার স্ত্রী ইডা-এর প্রপৌত্রী, যারা টাইটানিকের প্রথম সমুদ্রযাত্রার সময় আরও প্রায় ১৫০০ হতভাগ্য মানুষের সঙ্গেই ডুবে মারা গিয়েছিলেন।

ওয়েন্ডি রাশ, জন্মের সময় যার নাম ছিল ওয়েন্ডি হলিংস ওয়েইল, হলেন সেই স্ট্রস দম্পতির মেয়ে মিনি স্ট্রসের নাতনি। ডুবন্ত টাইটানিক থেকে লাইফ বোটে যারা উঠে পড়ে প্রাণে বাঁচতে পেরেছিলেন তাদের কয়েকজন জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা স্ট্রস দম্পতির শেষ মুহূর্তটি বর্ণনা করেছেন। তারা দেখেছিলেন মৃত্যু নিশ্চিত জেনে জাহাজের ডেকের ওপর রেলিংয়ের ধারে এসে হাত ধরাধরি করে দাঁড়িয়ে ছিলেন সেই দম্পতি। টাইটানিক তখন আস্তে আস্তে হেলে যাচ্ছে। সেই সময় এক বিরাট ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়। আর তাদের খুঁজে পাওয়া যায়নি। সমুদ্রেই সলিল সমাধি হয়েছিল ওই দম্পতির। দিনটা ছিল ১৪ই এপ্রিল ১৯১২। তার ঠিক ১১১ বছর পর সেই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যাওয়ার সময় সেই সমুদ্রই কেড়ে নিল স্ট্রস দম্পতির প্রপৌত্রীর স্বামীর প্রাণ। ( EVM News) 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর