ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুনঃ(Latest News) কন্যা সন্তান জন্মালেই রোপণ করা হয় ১১১ টি চারা গাছ। কোথায় পালিত হয় প্রথা জানেন? রাজস্থানের পিপলান্ত্রি গ্রামে। ভারতের বিভিন্ন জায়গায় কন্যা ভ্রূণ হত্যার মতো পাশবিক ঘটনার কথা হরদম শোনা যায়। সেখানে সম্পূর্ণ বিপরীত ছবি ধরা দিয়েছে রাজস্থানের একটি ছোট্ট গ্রাম পিপলান্ত্রিতে

জানা যায়, এই গ্রামে একটি কন্যা সন্তান জন্মালেই ১১১ টি চারা গাছ রোপণ করা হয়। আর সেই সদ্যোজাত কন্যার সঙ্গেই বেড়ে ওঠে ওই চারা গাছগুলি।

বিগত ১৫ বছর ধরে এই রীতি চলে আসছে এই গ্রামে। এমনকি কন্যা জন্মানোর পর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ৩১ হাজার টাকা এবং সদ্যজাতের বাবা-মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে খোলা হয় একটি ফিক্সড ডিপোজিটও। যা নির্দিষ্ট সময়ে সুদ সমেত তুলে দেওয়া হয় পরিবারের হাতে। গ্রামে এই প্রথা প্রচলন করার মূল কৃতিত্ব ওই গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দর পালিওয়ালের।

জানা গিয়েছে, তাঁর কন্যার জলশূন্যতায় মৃত্যুর পর থেকেই তার স্মৃতিতেই এই বিশেষ উদ্যোগ।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর