সংকল্প দে, ১৮ জুনঃ(Latest News) মৎস্যজীবির জালে ধরা পড়লো ২ কিলো ওজনের  সামুদ্রিক কাঁকড়া

  দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের আঠারো গাছিয়া জেটিঘাট সংলগ্ন চরঘেরা এলাকায় এক বিশালাকারের সামুদ্রিক কাঁকড়া মৎস্যজীবির জালে ধরা পড়লো, যা আনুমানিক  ২ কিলো ওজনের হবে।  আর সেই কাঁকড়াকে দেখতে এলাকাসহ দিগম্বরপুর শৈলবালা মৎস আড়ৎ-এ প্রচুর মানুষের ভিড়।

উল্লেখ্য মৎস্যজীবী নটো খাঁ সহকারি মৎস্যজীবীদের নিয়ে দুর্গা খালি এলাকায় আঠারো গাছি নদীতে চরঘেরাতে জাল পাতে,  এর পর যা ঘটল তা দেখে চক্ষু চড়কগাছ মৎস্যজীবীদের। জালে উঠেছে বিরাট এক সামুদ্রিক কাঁকড়া। একদিকে আনন্দ অন্যদিকে ভয়ে ভয়ে নটো তার সহকারি মৎস্যজীবীদের ডাকে, ততক্ষণে কাঁকড়া টি মাটির গর্তে প্রবেশ করেছে। আর হয়তো পাওয়া যাবে না এই ভেবে হতাশা ছড়িয়ে পড়ে মনে।

কিন্তু শেষমেশ সমস্ত মৎস্যজীবী মিলে গর্তের ভেতর থেকে কাঁকড়া  বার করে দিগম্বরপুর শৈলবালা মৎস আড়ৎ এ নিয়ে আসে। তবে দাম কত হবে সে বিষয়ে এখন কোনও মন্তব্য করতে পারে নি। তারা জানান আড়ৎদার পাঠানো হচ্ছে বাঘাযতীনে। সেখনেই বিক্রির হবে কাঁকড়াটি। তারই পর জানা যাবে কত টাকায় বিক্রি হলো। তবে এত বড় কাঁকড়া ইতি পূর্বে এলাকার মানুষ সহ কোন মৎস্যজীবীরা দেখেনি বলেই জানিয়েছে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর