সংকল্প দে, ৭ জুনঃ (Latest News) রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালু করার দাবিতে রাজধানীতে বুধবার গণঅবস্থান সংঘটিত করলো রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চৌবা নামে একটি সংগঠন। ৫৬ টি অঙ্গ সংগঠন মিলে গঠিত এই রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চৌবা বিবেকানন্দ ময়দানের সামনে গণ অবস্থান সংঘটিত করে। গণ অবস্থান থেকে অবিলম্বে রোমান স্ক্রিপ্টে ককবরক চালুর দাবি জানানো হয়। অন্যথায় সংঘটন আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে যাবে। এদিন রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চৌবার চেয়ারম্যান বিকাশ রায় দেববর্মা এই হুশিয়ারি দেন। (EVM News)