ইভিএম নিউজ ব্যুরো,৭ জুনঃ (Latest News) ঘনিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন, তার আগেই পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতিকে খুনের হুমকি ঠিক তার দু দিন পরেই কংগ্রেস সভাপতির হাত ধরে তৃনমূল ছেড়ে ১০০ পরিবার কংগ্রেসে যোগদান করলেন পুরুলিয়ার বান্দোয়ানের কুমড়া অঞ্চলের বাসিন্দারা। সারা রাজ্য জুড়ে যখন দল পরিবর্তনের হিড়িক চলছে ঠিক সেই সময়ে পুরুলিয়াতেও দল পরিবর্তন অব্যাহত। আগামী পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ার পঞ্চায়েত গুলিকে নিজেদের দখলে রাখতে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি শুরু করছে পুরুলিয়া জেলা জাতীয় কংগ্রেস। এদিন তৃনমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করতেই সুনীল সাহুকে ওই যোগদান সভা থেকেই জেলা কংগ্রেসের সদস্য হিসেবে নির্বাচিত করেন নেপাল মাহাত।
নেপাল মাহাত জানান যে, তাকে খুনের হুমকি টাকে তিনি কোনোই গুরুত্ব দিচ্ছেন না। আজ পুরুলিয়ার বান্দোয়ানের কুমড়া অঞ্চলে ১০০ পরিবার যোগ দিলেন জাতীয় কংগ্রেসে এবং আগামীতে আরও বিভিন্ন জায়গায় যোগদান করবে বলে জানান।
তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান দেওয়ার এই বিষয়ে কুমড়া অঞ্চলের তৃনমূল কংগ্রেসের সভাপতি ভবতোষ দাস বলেন যে, যারা যোগদান করছে সব জোটের লোক, হয়তো এক দু জন তৃনমূলের যোগদান করেছে কিন্তু ১০০ পরিবার নয়। এই যোগদানে তাদের কোনো ক্ষতি হবে না বলে জানান,বর্ং দল আরও ভালো জায়গায় যাবে। সুনীল সাহুর বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগের কথা বলেন ভবতোষ দাস বলেন যে, তৃনমূলের নাম করে একাধিক ব্যাক্তিকে চাকরি দেওয়ার নাম করে হাজার হাজার টাকা লুটেছেন তিনি।
জোটের কুমড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেও তিনি সরব হয়ে বলেন যে একজন ব্যক্তির নামে চার পাঁচটি জব কার্ড করে হাজার হাজার টাকাপঞ্চায়েত নিজেদের পকেটে ভরেছে বলে দাবি করেন তিনি, আরও বলেন যে, না পঞ্চায়েত থেকে রাস্তা করেছে না নলকূপ সারিয়েছে, , না পুকুর বানিয়ছে। সাধারণ মানুষের সব টাকা পঞ্চায়েত লুট করেছে এবং সব প্রমাণ দিয়ে ও দেখাতে পারবেন তিনি। তিনি আরও বলেন যে এই দুর্নীতির পুর্নাঙ্গ তদন্ত চাই।(EVM News)