ইভিএম নিউজ ব্যুরো, ৩ জুনঃ (Latest News) বাহানগারের রেল দুর্ঘটনা ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম বড় দুর্ঘটনা! ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। রেললাইন হয়ে গিয়েছে বেলাইন। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। আর্তনাদ। চিৎকার। কান্না। সঙ্গে  অ্যাম্বুল্যান্সের সাইরেনের আওয়াজ। খড়্গপুর থেকে বেলদা, বালেশ্বর হয়ে সোজা জাতীয় সড়ক গিয়েছে ভুবনেশ্বরে। সেই সড়কের উপরেই বাহানগা। এই বাহানগাতেই শুক্রবার ঠিক সন্ধ্যা ৭টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইগামী  আপ করমণ্ডল এক্সপ্রেস।

শুধু করমন্ডল এক্সপ্রেসই নয়, ডাউন লাইন ধরে বেঙ্গালুরু থেকে হাওড়ার উদ্দেশ্যে আসা একটি ট্রেন ও একটি মালগাড়িও এই দুর্ঘটনার কবলে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস যাচ্ছিল  চেন্নাইয়ের উদ্দ্যেশে। হঠাৎই একটি মালগাড়ি সেখানে ঢুকে পড়লে এই মালগাড়িটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। তৎক্ষণাৎ করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন উঠে যায় মালগাড়িটির উপর। করমণ্ডলের বাকি বগিগুলি বেলাইন হয়ে পাশের ডাউন লাইনে গিয়ে পড়লে বেঙ্গালুরু থেকে হাওড়ার দিকে আসা অন্য একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। শেষ পাওয়া খবর অনুসারে, মৃতের সংখ্যা প্রায় ২৩৮ এবং আহতের সংখ্যা প্রায় ৬৫০। সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

২০১০ সালের ২৮ মে পশ্চিম মেদিনীপুরের সরডিহা ও ক্ষেমাশুলির মাঝে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনাতেও প্রায় ১৪৮ জন মারা গিয়েছিল। তবে শুক্রবার রাতের বাহানগারের এই দুর্ঘটনা জ্ঞানেশ্বরীর চেয়েও অনেক বেশি ভয়াবহ বলে মনে করা হচ্ছে। যদিও এই দুর্ঘটনা ঠিক কী ভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর