ইভিএম নিউজ ব্যুরো, ২ জুনঃ(Latest News) শিলিগুড়ির সংশোধাগারের পিছনের রাস্তা থেকে উদ্ধার হলো প্রচুর মৃগনাভি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের বাগড়াকোট এলাকায়। সূত্রের খবর, ২টি ব্যাগের মধ্যে মোট ৩৯ টি মৃগনাভি পাওয়া গেছে।
২ দুটো ব্যাগ পড়ে থাকতে দেখে কেউ সম্ভবত কৌতুহলী হয়ে ব্যাগ খুলে দেখার চেষ্টা করেছিল। তখনই চোখে পড়ে মৃগনাভি। খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মৃগনাভি দেখতে ভিড় জমানোর স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজীগঞ্জ কাউন্সিলর অভয়া বসু। এরপর খবর দেওয়া হয় বনবিভাগে।
বৈকুণ্ঠপুর বন বিভাগের ডাবগ্রাম রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে এসে ওই মৃগনাভি উদ্ধার করেন। উদ্ধার হওয়া জিনিসগুলো আসল মৃগনাভি কি না তা খতিয়ে দেখছে বনবিভাগ।
এই প্রসঙ্গে কাউন্সিলর অভয়া বসু বলেন, এইরকম ঘটনা আগে কখনও ঘটেনি আগে। এইভাবে বেআইনিভাবে পশু হত্যা করে তার অঙ্গ প্রতঙ্গ ব্যবহার করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার এসপি চাকলাদার বলেন, ‘এখনও পর্যন্ত আমরা এ বিষয়ে নিশ্চিত নই যে উদ্ধার করা মৃগনাভি আসল কি না। নমুনা যাচাই করার জন্য জ্যুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হবে। তবে আকার, আকৃতি অনেকটা রকমই হয় বলে জানা গিয়েছে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সমস্ত বিষয়টি। কোথা থেকে মৃগনাভি এলো তা জানতে তদন্ত শুরু করেছে বনদফতর।(EVM News)