ইভিএম নিউজ ব্যুরো, ১ জুনঃ (Latest News) যে কোনো ছবি শুরু হওয়ার আগে ‘তামাকবিরোধী সতর্কতা’ সংক্রান্ত যাবতীয় বার্তা দেওয়া বাধ্যতামূলক ছিলই। এবার প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি- তেও ‘তামাকবিরোধী সতর্কতা’ বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার।বৃহস্পতিবার ছিল বিশ্ব তামাকবিরোধী দিবস। আর এদিনই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র ওটিটিতে তামাকবিরোধী সতর্কতাবাণী দেওয়া নয়, প্রদর্শিত যে অংশে ধূমপান বা তামাক ব্যবহার রয়েছে, সেখানেও সতর্কীকরণ দিতে হবে। যতক্ষণ ধূমপানের দৃশ্য থাকবে, ততক্ষণ সেই বার্তা রাখতে হবে স্ক্রিনে।

বর্তমানে সিনেমা দেখার অভ্যাস বদলে গিয়েছে। বিশেষ করে করোনা মহামারীর সময়কালে মানুষ পুরোপুরি মজে ছিলেন ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে সিনেমা ও সিরিজ দেখা যায় নিজেদের পছন্দ মতো।

কেন্দ্রীয় সরকার মনে করছে, বর্তমানে ভারতীয়রা বেশিমাত্রায় ওটিটি প্ল্যাটফর্মে সময় কাটাচ্ছেন। তাই মানুষের মধ্যে তামাকবিরোধী সচেতনতা বাড়াতে সেখানেই সতর্কবার্তা দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে আরও বলা হয়েছে, যদি এই নিয়ম মানা না হয় তবে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে বিজ্ঞপ্তি পাঠানো হবে। যদি তারপরও কোনও কাজ না হয়, তবে আরও বড় পদক্ষেপ নেবে সরকার।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর