ইভিএম নিউজ ব্যুরো, ২৭ মেঃ (Latest News) আমাদের মধ্যে কম বেশি সকলেই একটু আধটু বই পড়তে ভালবাসি। লাইব্রেরি থেকেই হোক কিংবা কারোর থেকে উপহার হিসাবে পাওয়া। আচ্ছা একটা বই লাইব্রেরি থেকে নেওয়ার পর তা ফেরত দিতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে আপনার ? ৭ দিন, ১০দিন, আর খুব বেশি হলে ১ মাস ? তবে এইবারে যেটা বলব সেটা শুনলে খানিকটা হলেও চমকে যেতে বাধ্য। বই ফেরত দিতে লেগে গেল ১০০ বের। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরিতে। সেখানে একটি বই ফেরত এসেছে যা ১০০ বছর আগে নেওয়া হয়েছিল।

অর্থাৎ বইটি যেদিন নেওয়া হয়েছিল তার ১০০ বছর পর সেটি লাইব্রেরিতে ফেরত এলো। যে বইটি ফেরত এসেছে তার নাম ‘এ হিস্ট্ররি অফ দি ইউনাইটেড স্টেটস।’ লেখক মার্কিন ইতিহাসবিদ বেনসন লসিং। বইটি প্রকাশিত হয়েছিল ১৮৮১ সালে।

জানা গিয়েছে, বইটি সেন্ট হেলেনা পাবলিক গ্রন্থাগার থেকে নেওয়া হয়েছিল। ফেরত দেওয়ার তারিখ ছিল ২১ ফেব্রুয়ারি ১৯২৭ সালে। কিছুদিন আগেই বইটি ফেরত দেওয়া হয়েছে। যিনি বইটি ফেরত দিতে আসেন, তিনি তার পরিচয় না দিয়েই বই রেখে চলে যান।

এই প্রসঙ্গে, লাইব্রেরির ডিরেক্টর ক্রিস ক্রাইডেন বলেন, ২০১৯ সাল থেকে বই দেরি করে ফেরত দেওয়ার জন্য জরিমানা উঠিয়ে দেওয়া হয়েছে। তাই যিনি বইটি ফেরত দিলেন, তার কোনো জরিমানা হয়নি এবং তাই লাইব্রেরি তার থেকে কোনো টাকাও পায় না। কিন্তু মজার ব্যপারটা হল, যদি জরিমানার নিয়ম আজও বজায় থাকত তাহলে সেই ব্যক্তিকে ১,৭৫৬ ডলার পর্যন্ত জরিমানাও দিতে হতো।

কথায় আছে, বই আর বৌ হাতছাড়া হলে সহজে ফেরত আসে না। দ্বিতীয়টির ক্ষেত্রে সত্যি-মিথ্যে বলা মুশকিল, তবে প্রথমটি যে অনেক ক্ষেত্রেই সত্যি, ভুক্তভোগী মাত্রেই তা জানেন। তবে বই যে ফেরত এসেছে এটাই যথেষ্ট, তা সে ১০০ বছর বাদেই হোক না।(EVM News) ইমরানের গ্রেফতারির পেছনে কে এই রহস্যময় নারী ?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর