ইভিএম নিউজ ব্যুরো, ২৭ মেঃ (latest News) এবার রাজ্যের মধ্যে প্রথম পুরসভা পরিচালিত পশু হাসপাতাল পেতে চলেছেন মানুষ। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে কোন্নগর পুরসভা। আর এতে বেজায় খুশি বিভিন্ন পশুপ্রেমী মানুষ। কোন্নগর হিমপাইপ এলাকায় তৈরি হল বিশাল পশু হাসপাতাল।

জানা গিয়েছে, রাজ্যের মধ্যে এই প্রথম কোন পুরসভা পশুপাখিদের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছে। মোট ৩০ লক্ষ টাকা ব্যায় করে নির্মিত হয়েছে নতুন পশু হাসপাতাল। মাত্র ২৫ টাকার বিনিময়ে মানুষ সমস্ত রকমের পশু পাখির চিকিৎসা করাতে পারবেন এখানে। আগে রাজ্যের মধ্যে কোনো পুরসভা বা পঞ্চায়েত এই উদ্যোগ নেয়নি বলে জানান পুরপ্রধান স্বপন দাস। এদিন পুরপ্রধান বলেন রাজ্যের মধ্যে প্রথম কোন্নগর পুরসভা অবলা পশু পাখিদের কথা ভেবে এই হাসপাতাল তৈরি করেছে।

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি যখন পুরপ্রধান ছিলাম না তখন রাস্তায় দেখতে পেতাম বহু কুকুর,বিড়াল আহত হচ্ছে আর চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। যেটা দেখে তখন হয়তো চিকিৎসা পরিষেবা কাছাকাছি ছিলনা বলে চাইলেও কিছু করতে পড়তাম না। তাই মনে মনে ঠিক করেছিলাম যদি কখনো ক্ষমতা হয় তখন নিশ্চই এই অবলা প্রাণীদের জন্য কিছু করবো।”

পুরসভার প্রধান হয়ে এবার মানুষের উন্নয়নের সঙ্গে সঙ্গে পশু পাখিদের কথা ভেবে পুরসভার নিজস্ব এই হাসপাতাল তৈরি করার উদ্যোগ নেন। আগামী ২৭শে মে এই হাসপাতালের উদ্বোধন করবেন সাংসদ কল্যাণ ব্যানার্জী।

তিনি আরও বলেন, এখন বেশিরভাগ মানুষের বাড়িতেই কুকুর,বিড়াল বা পোষা পাখি থাকে। কিন্তু তাদের শরীর খারাপ হলে অনেক খরচ করে প্রাইভেট ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে হয় যেটা অনেক সময় ব্যায়বহুল। কিন্তু এবার থেকে মাত্র ২৫ টাকার বিনিময়ে টিকিট করিয়ে অভিজ্ঞ পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে পারবেন সকলেই। আর পথ কুকুর,বিড়ালদের জন্যও হবে চিকিৎসা। এখন শুধু একমাস আউটডোর ইউনিটের মাধ্যমে চিকিৎসা চলবে। একমাস পর পশুপাখি বেশি অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে। পশুদের অপারেশন থেকে শুরু করে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এই হাসপাতালে। এখন একজন অভিজ্ঞ পশু চিকিৎসক থাকবেন। পরে সেটা আরও বাড়ানো হবে। সপ্তাহে প্রত্যেকদিন খোলা থাকবে এই হাসপাতাল। এছাড়াও এই হাসপাতাল বিল্ডিং-এর সঙ্গেই তৈরি হয়েছে নতুন মা ক্যান্টিন যেখানে গরীব মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে খাবার খেতে পারবেন। পুরসভার উদ্যোগে রাজ্যে এই প্রথম পশু হাসপাতাল তৈরি হওয়ায় খুশি সারা হুগলি জেলার পশুপ্রেমী মানুষজন। (EVM News) বাজি ? নাকি বোমা? রাজ্যে এক সপ্তাহে চার চারটে বিস্ফোরণ! মৃত ১৬

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর