ইভিএম নিউজ ব্যুরো, ২৩ মেঃ বৃহস্পতিবার গোটা রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হবে জামাইষষ্ঠী। আর তারই প্রাক্কালে এবার জামাইদের জন্য সুখবর শোনালো নবান্ন। রাজ্য সরকারের সমস্ত দফতরে অর্ধদিবস ছুটি থাকবে আগামী ২৫ শে মে। বেলা ২টোর পর আর তাদের কোনও রকম কাজে হাত দিতে হবে না। এমনটাই ঘোষণা করল রাজ্য সরকার।
কেমন ছুটি পাবেন জামাইরা?
নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মচারী জামাইরা অর্ধেক অফিস করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগাতে পারবেন। কারণ পূর্ণদিবস ছুটি দেওয়া হয়নি। এবার জামাইষষ্ঠীতে রাজ্যের সরকারি কর্মচারীদের হাফ ছুটি অর্থাৎ অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এই ছুটি দেওয়ার কথা জানাল নবান্ন। তাই আগামী ২৫ মে, অর্থাৎ বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে দুপুর দু’টোর পর ছুটি থাকবে সরকারি দফতরগুলিতে। এমনকী রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকবে আগামী বৃহস্পতিবার। রাজ্য সরকারের সমস্ত দফতর এবং অধীনস্থ সংস্থাগুলিতেই ছুটি থাকবে জামাইষষ্ঠীতে।
পাশাপাশি সরকারি কর্মীদের টিফিন ব্রেক নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।এবার থেকে টিফিন ব্রেকে বাইরে যেতে পারবেন না কর্মচারীরা। অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, টিফিন ব্রেকের সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে সরকারি কর্মীদের। এই নিয়মগুলির মধ্যে রয়েছে যথাসময় হাজিরা দেওয়া, কাজের সময় অতিরিক্ত ঝামেলায় না জড়ানো, অফিস প্রধানের অনুমতি ছাড়া অফিসের বাইরে না যাওয়া। কর্মচারীরা যাতে কোনওরকম ঝুট ঝামেলায় না জড়িয়ে পড়েন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। এই নিয়মের লঙ্ঘন হলে সংশ্লিষ্ট সরকারি কর্মীকে ওই দিনের জন্য অনুপস্থিত হিসেবে ধরা হবে। (EVM News)