বিনয় মণ্ডল, ২৩ মেঃ বজবজে বাজি কারখানায় বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে পুলিশ। উদ্ধার হয়েছে কয়েক হাজার কেজি নিষিদ্ধ বাজি তৈরীর মশলা।গ্রেফতার হয়েছে ৩৪ জন। আইন অনুসারে ১৫ হাজার কেজি পর্যন্ত মশলা দিয়ে বাজি তৈরি করতে হলে জেলা শাসকের থেকে অনুমতি দরকার। কিন্তু বজবজের মহেশতলার ওই বাজি কারখানা সেরকম কোন অনুমতি নেয়নি, অনুমতির আবেদনই করেনি। অর্থাৎ সম্পূর্ণ বেআইনি কাজ হচ্ছিল সেখানে। এদিকে বজবজের ঘটনার সিআইডি তদন্ত শুরু হয়েছে। সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনই জানাতে রাজি নন গোয়েন্দারা।
তবে এলাকার মানুষজন ব্যাপক ক্ষুব্ধ পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, পুলিশ এসে দোকানপাট ভাঙচুর করেছে, নির্বিচারে যাকে সামনে পেয়েছে তাকেই তুলে নিয়ে গেছে। এলাকার মানুষের দাবি, প্রশাসন বৈধভাবে কাজ করুক। প্রতিবাদে থানা ঘেরাও করেছেন এলাকাবাসীরা।
পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে সত্যি পুলিশের প্রায় নাকে ডগায় চলছিল এই বেআইনি ব্যবসা দীর্ঘদিন ধরে। অথচ পুলিশ প্রশাসন কিছুই জানতো না এতদিন। এই গাফিলতির ফলেই ঝরে গেল তিনটে প্রাণ। ক্ষতি হলো বেশ কিছু নিরপরাধ মানুষের কিন্তু এর দায় কি নেবে প্রশাসন এলাকাবাসীদের মনে সেটাই এখন বড় প্রশ্ন।(EVM News)