ইভিএম নিউজ ব্যুরো, ১৪ মেঃ ঘূর্ণিঝড় মোকার প্রভাব প্রত্যক্ষভাবে বাংলায় পড়বে না। তবে এর জেরে মেঘচ্ছন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। কোনওভাবেই যাতে কোনও অঘটন না ঘটে সেজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে।  আগামীকাল অর্থাৎ সোমবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টিতে ভিজবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া। তবে মঙ্গল এবং বুধ থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এবং বুধবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত দু’দিনের জন্যই রয়েছে সেই সতর্কবার্তা। তারপর ধীরে ধীরে এগিয়ে যাবে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলের দিকে। আগামী রবিবার দুপুরে মোকা স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, দিঘায় অন্যান্য সময়ের তুলনায় ভিড় অনেকটাই কম। মূলত মোকার জন্য ভরা মরশুমেও হাতে গোনা পর্যটকরা এসেছেন, এমনটাই জানাচ্ছেন হোটেল মালিকরা। তাই সমুদ্রে স্নান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।পাশাপাশি মাইকিংও চলছে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর