ইভিএম নিউজ ব্যুরো,১৩ মেঃ রাজ্যে উপভোক্তাদের বরাদ্দ রেশন না দেওয়ার অভিযোগে উঠেছে বিভিন্ন জায়গায়। তাই এবার রেশনের কারচুপি আটকাতে ২২ হাজার দোকানে বসতে চলেছে বৈদুতিক ওজন মাপক যন্ত্র। উপভোক্তারা কত পরিমাণ খাদ্যদ্রব্য পাবে বা তাদেরকে কত পরিমাণ রেশন দেওয়া হবে, ই-পসের মাধ্যমে এ সমস্ত বিষয় যাবতীয় তথ্য চলে যাবে খাদ্য দফতরের সার্ভারে। খাদ্য দফতর সূত্রে খবর, আগামী মাসের মধ্যেই শেষ হবে প্রক্রিয়াটি।
গোটা রাজ্যের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আগেই গ্রাহকের চোখের রেটিনা স্ক্যান ও আধার সংযোগের প্রক্রিয়া শুরু হয়েছিল। এর পাশাপাশি আঙুলে ছাপ নেওয়ার পদ্ধতি আগে থেকেই চালু ছিল।
খাদ্য দফতর সূত্রে খবর, এই ব্যবস্থা চালু হওয়ার পরও বেশ কিছু জায়গা থেকে রেশন দোকানের বিরুদ্ধে পর্যাপ্ত রেশন না দেওয়ার অভিযোগ সামনে আসে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সমগ্র ব্যবস্থার উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি সম্ভব হবে।(EVM News)