শুভ আচার্য, ১১ মেঃ (latest News) শুভেন্দু বনাম কৃষ্ণ কল্যানী বাকযুদ্ধ। বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যানীর বাড়িতে আয়কর হানা নিয়ে একটি জনসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন, তার তীব্র প্রতিবাদ করলেন রায়গঞ্জের বিধায়ক। তিনি বলেন, তার নাম না করে, তাকে ইঙ্গিত করে রাজ্যের বিরোধী দলনেতা একটি জনসভা থেকে বলেছিলেন, সম্প্রতি তার বাড়িতে এবং বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আয়কর দপ্তর যে হানা দিয়েছে, সেখান থেকে নাকি প্রচুর টাকা এবং গয়না উদ্ধার করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। কৃষ্ণ কল্যাণী বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। বাড়ি থেকে টাকা এবং সোনা উদ্ধারের মত কোন ঘটনাই ঘটেনি।
এদিন কৃষ্ণ কল্যাণী বলেন, ‘যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা আমার নাম না করে একটি জনসভা থেকে এই মন্তব্য করেছেন, তাই এ ব্যাপারে আমি কোন মানহানি মামলা করছি না’। তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস থাকে তবে শুভেন্দু অধিকারী আমার নাম করে এই কথাগুলি বলুক’।
কৃষ্ণ কল্যানী আরও বলেন, ‘শুভেন্দু অধিকারী নিজেকে যেভাবে প্রকাশ করছেন, তাতে তার উচিত আগে নিজেকে প্লাস্টিক সার্জারি করা। তার কারণ, মানুষ তাকে চিনে গিয়েছে। তিনি সবসময় মিথ্যা কথা বলেন। আমায় যতই চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হোকনা কেন, এই উদ্দেশ্য শুভেন্দু বাবুর কখনোই সফল হবে না’। (EVM News)
তৃণমূল, বিজেপিকে একযোগে আক্রমণ সেলিমের
ফুলবাড়িতে পানীয় জলের সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ



















