ইভিএম নিউজ ব্যুরো, ৮ মেঃ বিপুল পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসের হদিশ পাওয়া গেল রাজ্যে ৫ জেলায়। ফের তৎপর ওএনজিসি-ওর (Oil and Natural Gas Corporation)। মোট ২২টি এলাকায় শুরু হল খনন পরিকল্পনা। আর তেলের সন্ধান ইতিমধ্যেই পাওয়া গেছে উত্তর ২৪ পরগণার অশোকনগরে। অশোকনগর সহ এই বাইশটি জায়গায় কোথায় কত তেল রয়েছে তা জানার জন্য ড্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার মোট ১৩ টি জায়গা, পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার তিনটি জায়গা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মোট পাঁচটি জায়গা এবং নদিয়ার একটি জায়গায় করা হবে ড্রিল। পাশাপাশি গ্যাসের অবস্থা সম্পর্কেও যাচাই করা হবে। যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে এই জায়গাগুলিতে থেকে আগামীদিনে বাণিজ্যিকভাবে তেল এবং গ্যাস উত্তোলন করা হবে।
উল্লেখ্য, গত ২০২০ সালে বাইগাছির তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধানে পরিদর্শনে রাজ্যে এসেছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী জানিয়েছিলেন, বাণিজ্যিকভাবে তেল শুরু হলে কর্মসংস্থানও হবে বলেই জানিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, অশোকনগরে খনিজ তেলের পাশাপাশি পাওয়া গিয়েছিল খনিজ গ্যাসের সন্ধানও। দেগঙ্গার হামাদামাতেও ড্রিল সাইট তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপরেই বিভিন্ন জায়গায় পরীক্ষা চালানো হয়।



















