ব্যুরো নিউজ,৩১ আগস্ট:অপুষ্টি অবহেলা আর মালিকের গাড়ি টানার উৎপিরনে মৃত্যু হয়েছে ময়দানের আটটি ঘোড়ার। জানা গেছে গত কয়েক মাসে এভাবেই ময়দান চত্বরে যে সব ঘোড়া পর্যটকদের শহর ঘোরানোর জন্য গাড়ি টানতো তাদের মধ্যে আটটির মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলায় আদালত জানিয়েছে ঘোড়ায় টানা গাড়ি সঙ্গে যারা আর্থিক কারণে যুক্ত তাদের অন্য কোন কাজের সুযোগ করে দেওয়ার যায় কিনা সেই বিষয়টি ভেবে দেখার সময় নিয়েছে। কারণ তাদের ওই গাড়িটানার ফলে ঘোড়াগুলি যেমন পর্যাপ্ত খেতে পায় না তেমনি তাদের পরিচর্যাও হয় না। একেবারে ভেঙে যাওয়া শরীর নিয়ে জীবনী শক্তি হারিয়ে গাড়ি টানতে গিয়ে মারা যাচ্ছে, ঘোড়াগুলি। এ রকমই কয়েকটি ঘোড়া উদ্ধার করেছে একটি বেসরকারি সংস্থা।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’
কলকাতার হাইকোর্টের নজরে ময়দানে ঘোড়ায় টানা গাড়ি
এবার সারা বিশ্বে রয়্যাল এনফিল্ড মোটর বাইক ভাড়া নিয়ে আপনি ট্যুরে যেতে পারবেন! জেনে নিন তথ্য
ঘোড়াগুলির ভালো করে চলতে পারে না। গোড়ালির হাড় ফুলে গেছে, শরীরের নানা জায়গায় দগডগে ঘা। এভাবেই ঘুরে বেড়াচ্ছে শহরের বিভিন্ন জায়গায় আবার ঘোড়াগুলিকে রাখা হয়েছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে। খিদিরপুর ব্রিজের নিচে অসহায় ঘোড়াগুলি দাঁড়িয়ে থাকে। পশুপ প্রেমীরা এরকম দুটি ঘোড়া কে উদ্ধার করেছে ময়দান থানায় তারা ঘোড়াগুলির ওপর নির্মম অত্যাচারের বিরোধিতা করেছে। দায়ের রয়েছে অভিযোগ। বর্তমানে ভিক্টোরিয়া চত্বরে বহু ঘোড়ার গাড়ি রয়েছে যে গুলির ওপর কোন নজরদারি নেই। পশুপ্রেমীরা অত্যন্ত ক্ষুব্ধ। বেসরকারি সংস্থা পেটা বা পিপল ফর দ্য এটিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস এর কর্তা ফুসবু গুপ্তা জানিয়েছেন, ঘোড়া ও তার শাবকগুলির দশা করুন গাড়ি টানতে টানতে তারা জীবনী শক্তি হারিয়ে ফেলেছে। এখনই ব্যবস্থা না নিলে এই ঘোড়াগুলির মৃত্যু হবে কিন্তু ওই ঘোড়ায় টানা গাড়ির মালিকেরা এইসব নিয়ে আদেও ভাবিত নয়। এখন দেখার কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ও পরামর্শ অনুসারে ঘোড়াগুলির দেখভাল ও তার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার কতটা উদ্যোগী হয়।