ব্যুরো নিউজ ১০ জুলাই: নিউ আলিপুরে পার্কিং ইস্যুকে কেন্দ্র করে কলকাতা পুলিশের বিরুদ্ধে ৩০টি ট্রাক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ৪ জন সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে।ঘটনাটি ঘটেছে নিউ আলিপুর এলাকায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে নিউ আলিপুর রেলওয়ে সাইডিং সংলগ্ন এলাকায় পার্ক করে রাখা প্রায় ৩০-৩৫টি ট্রাকে পুলিশ কর্মীরা ভাঙচুর চালায়। ট্রাকগুলির উইন্ডশিল্ড ভেঙে দেওয়া হয় এবং টায়ারের হাওয়া খুলে দেওয়া হয়। ট্রাক চালক ও মালিকদের অভিযোগ, পুলিশ তোলার টাকা না পেয়েই এই ভাঙচুর চালিয়েছে।
Kolkata : ভারী বর্ষণে কলকাতা জল্মগ্ন ! ভেনিসের মতন হয়ে উঠল মহানগর !
ট্রাক মালিক ও চালকরা জানান, নিউ আলিপুর রেলওয়ে সাইডিং সংলগ্ন এই রাস্তাটি বহু দশক ধরে ট্রাক পার্কিংয়ের জন্য ব্যবহৃত হয়ে আসছে। তাদের দাবি, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই পুলিশ এই হামলা চালিয়েছে এবং ট্রাক সরাতে গেলে চালকদের মারধরও করা হয়েছে।এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে ট্রাক মালিক ও চালকরা নিউ আলিপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। তারা আলিপুর থানার কাছে রাস্তা অবরোধ করে প্রায় ৪৫ মিনিট ধরে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, পুলিশ নিয়মিত তাদের কাছ থেকে তোলা আদায় করে এবং টাকা দিতে অস্বীকার করলেই হেনস্থা করা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ৪ জন সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। পুলিশ কর্তৃপক্ষ এই ঘটনাকে নিয়ম বহির্ভূত আচরণ হিসেবে দেখছে। ট্রাক মালিক সমিতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ক্ষতিগ্রস্ত ট্রাকগুলির ক্ষতিপূরণ ও জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।