
Kasar Devi Temple , Himalaya : হিমালয়ের নির্জনতায় শান্তির খোঁজ: স্বামী বিবেকানন্দের প্রিয় কাসার দেবী
ব্যুরো নিউজ, ২৭শে জানুয়ারী ২০২৬ : ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালনের রেশ কাটতে না কাটতেই বাঙালির মনে দানা বাঁধে সেই চিরন্তন পরিব্রাজক সন্ন্যাসীর স্মৃতি। ১৮৯০-এর দশকে হিমালয়ের কোলে তাঁর সেই সুদীর্ঘ পরিভ্রমণ কেবল এক আধ্যাত্মিক যাত্রা ছিল না, বরং তা ছিল অন্তরাত্মার গভীরে প্রবেশের এক নিরন্তর প্রয়াস। উত্তরাখণ্ডের কুমায়ুন পাহাড়ের কোলে শান্ত, নিভৃত এক তীর্থস্থান আজও সেই অজানিত ইতিহাসের
























