
Republic Day Padma awardees : পদ্ম পুরস্কার ২০২৬: মরণোত্তর সম্মানে ভূষিত ধর্মেন্দ্র ও অচ্যুতানন্দন, তালিকায় বাংলার প্রসেনজিৎ ও তরুণ ভট্টাচার্য
ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি ২০২৫ : প্রতি বছরের মতো এ বছরও প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ঘোষিত হলো দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্ম পুরস্কার’। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মোট ১৩১ জনকে পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ৫ জন পাচ্ছেন পদ্ম বিভূষণ, ১৩ জন পদ্ম ভূষণ এবং ১১৩ জন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। উল্লেখযোগ্যভাবে এ

























