
Lakshmi Devi : ঐশ্বর্য লাভের আগে শ্রীলক্ষ্মীর পাঁচটি আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা
ব্যুরো নিউজ, ১৫ই জানুয়ারী ২০২৬ : সাধারণ মানুষের ধারণায় দেবী লক্ষ্মী কেবল ধন-সম্পদ, সোনা-দানা আর প্রাচুর্যের দেবী। আমরা মনে করি, তাঁর আরাধনা করলেই রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে যাবে। কিন্তু পুরাণ এবং মনস্তত্ত্ব এক ভিন্ন কথা বলে। লক্ষ্মী কেবল আকাঙ্ক্ষাকে পুরস্কৃত করেন না, তিনি পুরস্কৃত করেন দায়িত্ববোধকে। যেখানে সম্পদের অপচয় হয় বা অন্ধভাবে অর্থের পেছনে ছোটা হয়, সেখানে তিনি স্থায়ী হন





















