
Hanumanji : ভক্তি যেখানে অমর: কেন ভগবান বিষ্ণুর শেষ অবতারেরও সাক্ষী পবনপুত্র?
ব্যুরো নিউজ, ১৩ই জানুয়ারী ২০২৬ : বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে, মা সীতা হনুমানকে আশীর্বাদ করে বলেছিলেন— রামচন্দ্রকে বিষ্ণু রূপে, তাঁকে লক্ষ্মী রূপে এবং অযোধ্যাকে বৈকুণ্ঠ রূপে জ্ঞান করতে। এই গভীর আধ্যাত্মিক সত্যকে পাথেয় করেই পবনপুত্র হনুমান যুগে যুগে ধর্মের রক্ষক হিসেবে বিরাজমান। হিন্দু পুরাণ ও দর্শনে হনুমান কেবল এক মহাশক্তিশালী চরিত্র নন, বরং তিনি হলেন সেই পরম সত্তা যিনি সময়ের





















