
Balochistan : জয়শঙ্করকে খোলা চিঠি বালোচ নেতার: পাকিস্তানে চিনের সামরিক উপস্থিতি নিয়ে সতর্কবার্তা
ব্যুরো নিউজ, ৬ই জানুয়ারী ২০২৬ : বালোচিস্তান অঞ্চলে চিনের সামরিক হস্তক্ষেপ এবং ক্রমবর্ধমান পাক-চীন আঁতাত নিয়ে বড় ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন বালোচ নেতা ও মানবাধিকার কর্মী মীর ইয়ার বালোচ। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা এক খোলা চিঠিতে তিনি দাবি করেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে চিনা সেনা মোতায়েন হতে পারে, যা ভারত ও বালোচ উভয় পক্ষের জন্যই চরম























