
26/11 Mumbai terror attack 17 years : ২৬/১১ মানবজাতির ওপর আক্রমণ’: মুম্বই হামলার বার্ষিকীতে ইজরায়েলের শোক প্রকাশ ১৭ বছর পরেও , সন্ত্রাস দমনে ভারতের পাশে ফ্রান্সও ।
ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৫ : ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল ভারত। এই দিনে ফ্রান্স ও ইজরায়েল সহ বিভিন্ন দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সন্ত্রাস দমনে ভারতের পাশে ফ্রান্স ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথো (Thierry Mathou) ‘X’-এ একটি পোস্টের মাধ্যমে হামলার শিকারদের





























