
Hanumanji : মঙ্গলবার কিভাবে হনুমানজিকে অর্পণ করবেন ? জানুন বার উদযাপন পদ্ধতি ।
ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৫ : বারবেলার দ্বিতীয় দিন, অর্থাৎ মঙ্গলবার, শক্তি ও পরাক্রমের অধিপতি শ্রী হনুমানজির পূজার জন্য বিশেষভাবে উৎসর্গীকৃত। এই দিনটিই সবথেকে শক্তিশালী দিন রূপে বিবেচিত হয়, যেদিন শুদ্ধ ভক্তি ও নিষ্ঠার সহিত হনুমানজির আরাধনা করে তাঁর কৃপা এবং সুরক্ষা লাভ করা যায়। শ্রী হনুমানজিকে রক্ষা কর্তা, শুদ্ধ ভক্তি ও ইচ্ছাশক্তির প্রতীক এবং বজরংবলী বা সংকটমোচন নামেও অভিহিত





















