
Maa Kaali : অন্ধকার পেরিয়ে আলোর পথে: কালীপূজা ও ভেতরের শক্তি জাগরণের শিক্ষা
ব্যুরো নিউজ ২০ অক্টোবর ২০২৫ : “সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থসাধিকে। শরণে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমোঽস্তু তে॥” যিনি সব মঙ্গলেরও মঙ্গল, শিবের সহধর্মিনী, সকল মনস্কামনা পূরণকারিনী, শরণদাত্রী, ত্রিনয়নী গৌরী—সেই নারায়ণী কালী মা-কে প্রণাম। কালী নামটি উচ্চারণ করলেই মনে আসে এক অদম্য, বন্য শক্তির প্রতিচ্ছবি—গলায় নরমুণ্ডমালা, রণরঙ্গিণী বেশে মহাদেবের উপরে দাঁড়িয়ে, লোলজিহ্বা প্রসারিত, হাতে অস্ত্র। প্রথম দৃষ্টিতে তাঁকে ধ্বংসের প্রতীক মনে হতে পারে।






















