
Durga Puja : দুর্গা পুজোয় মেট্রোতেই স্বস্তি, ভিড় এড়িয়ে কলকাতার সেরা পুজাপরিক্রমা এক নিমেষে।
ব্যুরো নিউজ ০৮ সেপ্টেম্বর ২০২৫: দুর্গাপূজা মানেই কলকাতার রাজপথে জনসমুদ্র, যানজট আর অনবরত মানুষের আনাগোনা। কিন্তু এই ভিড়ের মাঝেও যদি কিছুটা স্বস্তিতে এবং নিরিবিলিতে প্রতিমা দেখতে চান, তাহলে আপনার সেরা ভরসা হতে পারে কলকাতা মেট্রো। চলুন, আজ এক নজরে দেখে নেওয়া যাক, উত্তর কলকাতার কোন বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপে যেতে মেট্রোর কোন স্টেশনে নামবেন। মেট্রো স্টেশন ধরে পুজো গাইড সেন্ট্রাল