
Uttar Pradesh : গোবর থেকে বস্ত্র ও জ্বালানি উৎপাদনে নতুন দিগন্ত , দূষণ মোকাবিলায় যোগী সরকারের যুগান্তকারী পদক্ষেপ
ব্যুরো নিউজ ২য় আগস্ট ২০২৫ : প্লাস্টিক দূষণ মোকাবিলার এক অভিনব উদ্যোগে উত্তরপ্রদেশ সরকার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিদিন উৎপন্ন হওয়া প্রায় ৫৪ লক্ষ কেজি গোবরকে ব্যবহার করে জৈবপ্লাস্টিক, জৈব-পলিমার, জৈব-বস্ত্র, পরিবেশবান্ধব পোশাক, কাগজ, বোর্ড, বায়োগ্যাস, কম্পোস্ট এবং ন্যানোসেলুলোজের মতো টেকসই পণ্য তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ‘হর গাঁও উর্জা কেন্দ্র’ মডেল এবং এর সুদূরপ্রসারী প্রভাব এই উদ্ভাবনী