
Micronations : কী এই ‘মাইক্রোনেশন’? গাজিয়াবাদের গ্রেফতার অস্তিত্বহীন দেশের রাষ্ট্রদূত !
ব্যুরো নিউজ ২৪ জুলাই ২০২৫ : উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি চাঞ্চল্যকর এবং অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে একজন ব্যক্তি ‘ওয়েস্ট আর্কটিকা’ (পশ্চিম আর্কটিকা) নামক একটি অস্তিত্বহীন দেশের অবৈধ ‘দূতাবাস’ পরিচালনা করছিল। অভিযুক্ত হর্ষবর্ধন জৈন -কে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) গ্রেফতার করেছে। সে বেশ কয়েকটি কাল্পনিক এবং স্বঘোষিত ‘মাইক্রোনেশন’ সত্তার কূটনীতিক হিসাবে নিজেকে জাহির করছিল। এই ঘটনাটি ‘মাইক্রোনেশন’ (অতিক্ষুদ্র দেশ)