
Akash Prime : ১৫,০০০ ফুট উচ্চতায় আকাশ প্রাইমের জোড়া আঘাত , ভারতের প্রতিরক্ষায় নতুন দিগন্ত
ব্যুরো নিউজ ১৭ জুলাই ২০২৫ : আর্মি এয়ার ডিফেন্স কোর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর সিনিয়র বিজ্ঞানীদের সহযোগিতায় এই পরীক্ষা চালিয়েছে। ডিআরডিও এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি তৈরি করেছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বিরল উচ্চ-উচ্চতার বায়ুমণ্ডলে দ্রুত চলমান বায়বীয় লক্ষ্যবস্তুতে আকাশ প্রাইম দু’টি সরাসরি আঘাত হেনেছে। প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন যে, এই সিস্টেমটি “কঠিন উচ্চতর -উচ্চতার পরিস্থিতিতে দ্রুত, কৌশলী লক্ষ্যবস্তুতে দু’টি সরাসরি