
Hanumanji : অপেক্ষা নয়, কর্মই মুক্তির পথ: হনুমানের শিক্ষায় জীবন দর্শন
ব্যুরো নিউজ ১৫ জুলাই ২০২৫ : জীবনের এক বিশেষ মুহূর্তে আমরা অনেকেই এক অদ্ভুত অচলাবস্থার সম্মুখীন হই। এই স্থবিরতা সৎসাহস না হওয়ার কারণে আসে না, বা উচ্চাকাঙ্ক্ষার অভাব থেকেও নয়—বরং আসে অপেক্ষার কারণে। আমরা স্পষ্টতার জন্য অপেক্ষা করি, ‘সঠিক’ মুহূর্তের জন্য অপেক্ষা করি, অথবা কোনো ‘ইশারার’ জন্য অপেক্ষা করি। আশা করি, সব কিছু একদিন আরও নিশ্চিত, আরও সুসংহত মনে হবে।