
Operation Kalnemi : দেবভূমির ভণ্ড বাবাদের ধরার উদ্যোগ মুখ্যমন্ত্রী ধামির কালনেমি অভিযান !
ব্যুরো নিউজ ১১ জুলাই ২০২৫ : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্য প্রশাসনকে “অপারেশন কালনেমি” শুরু করার নির্দেশ দিয়েছেন। এই অভিযানের লক্ষ্য হলো হিন্দু সাধু সেজে সনাতন ধর্মের বদনাম করা প্রতারকদের গ্রেপ্তার করা। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন যে, হিন্দু ধর্মীয় পুরুষের ছদ্মবেশে প্রতারকদের রেহাই দেওয়া হবে না। তিনি বলেন, “আমাদের রাজ্য দেবভূমি (দেবতাদের ভূমি) নামেও পরিচিত।