
Memari case : দেশের সুরক্ষা বিক্রি মধুচক্রে , বর্ধমানে ধৃত ২ ।
ব্যুরো নিউজ ১০ জুলাই ২০২৫ : জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর বিপদ হয়ে দাঁড়ানো এক ঘটনায়, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে। অভিযোগ, এই দুই যুবক পাকিস্তানের একটি এনজিও-র সঙ্গে যুক্ত ব্যক্তিদের হাতে নিজেদের ভারতীয় মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ OTP তুলে দিয়েছিল, যা ব্যবহার করে পাকিস্তান থেকে ভারতীয় নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা





























