
Operation Sindoor : অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের নৌবাহিনী নিরুদ্দেশ কেন ?
ব্যুরো নিউজ ০৯ জুলাই ২০২৫ : অপারেশন সিঁদুরের কয়েক সপ্তাহ পরেও পাকিস্তানের নৌবাহিনী তাদের নিজস্ব সমুদ্র অঞ্চল থেকে নিখোঁজ। একসময় তাদের সামরিক দম্ভের একটি বুক ফুলানো শাখা, সেই বাহিনী আজ সম্পূর্ণ বিশৃঙ্খলায় জর্জরিত। জরাজীর্ণ যুদ্ধজাহাজ, ব্যর্থ চীনা প্রযুক্তি, একটি ফাঁকা সাবমেরিন শাখা এবং ভেঙে পড়া মনোবল তাদের দুর্বল করে রেখেছে। ভারত যখন স্টেলথ হামলা থেকে গভীর সমুদ্রের নজরদারি পর্যন্ত পূর্ণ-পরিধি