
Orissa ; ওড়িশায় কৃষিক্ষেত্রে আবহাওয়া তথ্যের উন্নতিতে ‘উইন্ডস’ প্রকল্প
ব্যুরো নিউজ ০৪ জুলাই : ওড়িশার রাজ্য কৃষি ও কৃষক ক্ষমতায়ন বিভাগ (State Agriculture & Farmers Empowerment Department) এবং স্কাইমেট ওয়েদার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (Skymet Weather Services Private Limited) বৃহস্পতিবার ‘ওয়েদার ইনফরমেশন নেটওয়ার্ক ডেটা সিস্টেম’ (WINDS) প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ভারত সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) বাস্তবায়নকে শক্তিশালী করার লক্ষ্যে ‘উইন্ডস’ প্রকল্প চালু করেছে।