
যমজদের গ্রাম: যেখানে কুয়োর জল খেলেই জন্ম নেবে যমজ সন্তান!
ব্যুরো নিউজ ৩ জুলাই: অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাঙ্গাম্পেটা মণ্ডলে অবস্থিত ডড্ডিগুন্টা গ্রামটি এক অদ্ভুত কারণে পরিচিত। প্রায় সাড়ে ৪ হাজার জনসংখ্যার এই গ্রামে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে অসংখ্য যমজ শিশু। বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু এই ছোট্ট গ্রামটিতে ১৩০ জনেরও বেশি যমজ রয়েছেন! গ্রামবাসীদের মধ্যে প্রচলিত একটি বিশ্বাস হলো, গ্রামের একটি বিশেষ কুয়োর জল পান করলেই নাকি