
‘৪-৫ বছর সময় লাগবে’, বক্তব্য সাংসদ দেবের : প্রতিশ্রুতির সাঁকো নাকি ঠুনকো ভেলা?
ব্যুরো নিউজ ২৩ জুন : ঘাটালে বর্ষা এল, আর তার সাথে এল সেই পুরনো পরিচিত মুখ—বন্যা! জলবন্দী মানুষ, ভাসমান ঘরবাড়ি, আর সেই চিরন্তন প্রশ্ন: ঘাটাল মাস্টার প্ল্যান কেন বাস্তবায়িত হলো না? এই প্রশ্ন যখন রাজনৈতিক মহলে জালের মতো ঘুরছে, ঠিক তখনই ঘাটালের ‘জনপ্রতিনিধি’ সাংসদ দেব মুখ খুললেন। তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট একদিকে যেমন দায় ঠেলার চেষ্টা, তেমনই অন্যদিকে বিরোধীদের খোঁচায়