
যোগীর গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে উদ্বোধন : উন্নয়ন বার্তা ও নেপাল সংযোগ
ব্যুরো নিউজ ২০ জুন : উত্তরপ্রদেশকে ‘এক্সপ্রেসওয়ে প্রদেশ’-এ রূপান্তরিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ আজমগড়ে ৭,২৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯১.৩৫২ কিলোমিটার দীর্ঘ গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে তিনি একদিকে যেমন রাজ্যের উন্নয়ন যাত্রার চিত্র তুলে ধরেছেন, তেমনি পূর্ববর্তী সরকারগুলির বিরুদ্ধে কঠোর আক্রমণ শানিয়েছেন। এই এক্সপ্রেসওয়েটি আঞ্চলিক সংযোগ, বিশেষ করে নেপালগামী যাত্রীদের জন্য, এক নতুন দিগন্ত





























