
তারকা নন, তাই ‘তারায়’ ঠাঁই নেই – নুসরত বারুচার আক্ষেপ!
ব্যুরো নিউজ,২১ এপ্রিল: বলিউডে তারকা সন্তানদের আধিপত্য নিয়ে বহু দিন ধরেই চলছে বিতর্ক। একের পর এক অভিনেতা-অভিনেত্রী প্রকাশ্যে এনেছেন তাঁদের অভিজ্ঞতা। এবার সেই তালিকায় নাম জুড়লেন অভিনেত্রী নুসরত বারুচা। অকপটে নিজের ক্ষোভ উগরে দিলেন ইন্ডাস্ট্রির ভেতরের স্বজনপোষণ প্রসঙ্গে। জানালেন, তাঁকে আজও অনেক পরিচালক চিনতেই চান না। অথচ সোনাক্ষী সিংহ বা শ্রদ্ধা কপূরের মতো অভিনেত্রীরা সহজেই পেয়ে যান সুযোগ— কারণ, তাঁরা