
রুটি বানাতে চাইলে এই সহজ টিপসগুলো জানলে রুটি হবে ফুলকো আর নরম!
ব্যুরো নিউজ,২৬ ফেব্রুয়ারি :গরম গরম রুটি খেতে কার না ভালো লাগে! তবে অনেকের জন্য রুটি বানানো একটি বড় চ্যালেঞ্জ। অনেক সময়ই রুটি ভাল করে ফোলে না, ফলে তার স্বাদও কমে যায়। রুটি নরম হয় না, শক্ত হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না। তবে কিছু ছোট্ট হ্যাক অনুসরণ করলে রুটি খুব সহজে ফুলকো, নরম আর তুলতুলে হয়ে ওঠে। তাহলে কীভাবে