![শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায়ের দশম বিবাহবার্ষিকী](https://newsevm.com/wp-content/uploads/2025/02/Untitled-design1098.png)
শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায়ের দশম বিবাহবার্ষিকীঃ একে অপরের প্রেমে আরও গভীরতা
ব্যুরো নিউজ , ৬ ফেব্রুয়ারি :গায়িকা শ্রেয়া ঘোষাল এবং তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের বিবাহের ১০ বছর পূর্ণ হল। ৫ ফেব্রুয়ারি, বুধবার, এই বিশেষ দিনটি তাদের জীবনের একটি মাইলফলক। এক দশক ধরে সুখে-দুঃখে, ভালোবাসায় তারা একে অপরের পাশে থেকেছেন। শ্রেয়া এই দিনটি স্মরণীয় করে তোলার জন্য সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন। নতুন জার্সি, নতুন আশাঃ রোহিত শর্মার দল