
দিল্লির বাঙালি ভোটারদের মন জিততে এবার বাংলার সাংসদদের প্রচার
ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি: দিল্লির ১৭ লক্ষ বাঙালি ভোটারের মন জেতার জন্য এবার সক্রিয় হয়েছে বাংলার সাংসদরা। দিল্লি বিধানসভা নির্বাচনে বাঙালি সমাজের ভোট টানতে বিজেপি বাংলার সাংসদদের মাঠে নামিয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকায় প্রচার শুরু করেছেন বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়া, এই প্রচারে উপস্থিত ছিলেন বাংলার আরও দুই সাংসদ, জয়ন্ত রায় এবং জ্যোতির্ময় সিং